ছাত্রীকে যৌন হয়রানি অভিযুক্ত সেই শিক্ষক বহিষ্কার
হাতিয়া উপজেলায় দশম শ্রেণীর এক ছাত্রী (১৬)কে যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত শিক্ষক মনির উদ্দিনকে বহিষ্কার করেছে বুড়িরচর ইউনিয়নের আলী আহম্মেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি।
চট্টগ্রামের বাঁশখালীতে কথিত বন্দুকযুদ্ধের পর গুলিবিদ্ধ একজনের লাশ উদ্ধার করেছে র্যাব। সোমবার সকালে বঙ্গোপসাগরের তীরবর্তি বাঁশখালী উপজেলার ছোট ছনুয়া গ্রামে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র্যাব জানায় নিহত ব্যক্তি নৌ দস্যু দলের সদস্য। সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের নৌকায় লুট করে এসব দস্যুরা। ওই এলাকায় তারা দস্যুতার প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে র্যাব সেখানে গেলে বন্দুকযুদ্ধ হয়। এক পর্যায়ে দুস্যরা পালিয়ে যায়। পরে সেখান থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী একজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। সেখান থেকে বিদেশি রিভলবারসহ ৭টি আগ্নেয়াস্ত্র এবং ২২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার হয় বলেও জানায় র্যাব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।