Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফায়ার সার্ভিসের উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে

দায়িত্ব গ্রহণ করে নতুন ডিজি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখার মাধ্যমে এর সেবা ক্ষেত্রকে আরো সম্প্রসারণ করা হবে বলে অভিমত ব্যক্ত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন। গতকাল বিকেলে অধিদপ্তরে আয়োজিত বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানে বক্তব্যদানকালে তিনি এ কথা বলেন।
বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান তার কর্মজীবন থেকে স্মৃতিচারণ করেন এবং নতুন মহাপরিচালকের নেতৃত্বে সংস্থাটির অগ্রগতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। পরবর্তীতে বিদায়ী মহাপরিচালক ও নবনিযুক্ত মহাপরিচালক দায়িত্ব হস্তান্তর ও গ্রহণপত্রে স্বাক্ষর করেন। উল্লেখ্য, গত ৭ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাজ্জাদ হোসেনকে নতুন ডিজি হিসেবে নিয়োগের কথা জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ