Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার ২৭ জুন ২০১৯, ১৩ আষাঢ় ১৪২৬, ২৩ শাওয়াল ১৪৪০ হিজরী।

নতুন গানের ইঙ্গিত দিল জোনাস ব্রাদার্স

| প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

গত মাসে ‘সাকার’ মিউজিক ভিডিও মুক্তি দেয়ার পর জোনাস ব্রাদার্সের দুই ভাই নিক জোনাস এবং জো জোনাস নতুন মিউজিক ভিডিও ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। ব্যান্ডের ভোকাল নিকের স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়ার অংশগ্রহণে ইউটিউবে ‘সাকার’ মিউজিক ভিডিওটির ৮৫ মিলিয়ন ভিউ হয়েছে। নতুন ভিডিওটি সম্পর্কে বিশদ কিছু জানান হয়নি। নিক জোয়ের সঙ্গে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এই বিষয়টি জানিয়েছেন। ভিডিওটিতে দুই ভাইকে একই ধরনের পোশাকে দেখা গেছে। তারা পরেছিলেন নেভি ব্লু স্পোর্ট কোট আর কালো ট্রিমের সাদা শার্ট। ‘বিচ স্টোল মাই লুক,’ বড় ভাইয়ের দিকে মাথা হেলিয়ে নিক বলেন। দূরে তাকিয়ে অন্য একটি ছবি পোস্ট করে ২৬ বছর বয়সী নিক ক্যাপশনে লিখেছেন : “কিছু একটা শুট করছি।” ২৮ ফেব্রুয়ারি আরেক ভাই কেভিনসহ জোনাস ব্রাদার্স পাঁচ বছর পর তাদের ভিডিও ‘সাকার’ মুক্তি দেয়। এই ভিডিওটি ‘দ্য লেট লেট শো উইথ জেমস কর্ডেন’ অনুষ্ঠানের ‘কারপুল কারেওকে’তে রেকর্ড করা হয়। এর আগে এক সাক্ষাতকারে জোনাস ব্রাদার্স জানিয়েছিল তারা ইতোমধ্যে ৩০ থেকে ৪০টি গান রেকর্ড করেছেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন