Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯, ০৬ কার্তিক ১৪২৬, ২২ সফর ১৪৪১ হিজরী

খন্দকার ইসমাইলের নতুন নাটক

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

উপস্থাপক খন্দকার ইসমাইল এখন নিয়মিত নাটক পরিচালনা ও অভিনয় করছেন। সম্প্রতি তার পরিচালিত ও অভিনীত একটি নাটকের শূটিং শেষ হয়েছে। সোহেল রানা রচিত নাটকটির নাম ‘বিন্দু বিন্দু ভালবাসা’। এ নাটককে অভিনয় করেছেন উর্মিলা শ্রাবন্তী কর, ঈশানা, খন্দকার ইসমাইল, অবিদ রেহান ও অরুনা বিশ্বাস। পরিচালনার পাশাপাশি নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন খন্দকার ইসমাইল। খন্দকার ইসমাইল বলেন, দর্শকের চাহিদা মাথায় রেখে নাটকটি নির্মাণ করেছি। আশা করি, দর্শকরা নাটকটি উপভোগ করবেন। নাটকে খন্দকার ইসমাইলের সাথে জুটি বেঁধেছেন উর্মিলা শ্রাবন্তী কর ও ঈশানা। আগামী ঈদুল ফিতর-এ একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে ইসমাইল জানান। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটক

২০ সেপ্টেম্বর, ২০১৯
১৯ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ