Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

গ্রামীন ক্রীড়া উৎসব শেষ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৯, ৯:১২ পিএম

বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় শেষ হয়েছে স্বাধীনতা দিবস গ্রামীন ক্রীড়া উৎসব। বৃহস্পতিবার পল্টন ময়দানে অনুষ্ঠিত দিনব্যাপী ক্রীড়া উৎসবের পুরুষদের গোল্লাছুট ইভেন্টে চ্যাম্পিয়ন হয় তুলারাম কলেজ ও রানার্সআপ হয়েছে বিএএফ শাহীন কলেজ। দাঁড়িয়াবাধায় চ্যাম্পিয়ন হয় তুলারাম কলেজ। রানার্সআপের খেতাব জিনে নেয় ঢাকা কমার্স কলেজ (ডিসিসি)। মেয়েদের বৌচি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ কলেজ ও রানার্সআপ সোনারগাঁ মহিলা কলেজ। মেয়েদের গোল্লাছুটে নারায়ণগঞ্জ কলেজ চ্যাম্পিযন ও রানার্সআপ ঢাকা কমার্স কলেজ। ব্যাক্তিগত ইভেন্ট মোরগ লড়াইয়ে চ্যাম্পিয়ন হয় তুলারাম কলেজ ও রানার্স-আপ হয়েছে কমার্স কলেজ। মেয়েদের দড়িলাফ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুই খেতাবই জিতেছে তুলারাম কলেজ। দলগত ইভেন্টগুলোতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি ও মেডেল দেয়া হয়। আর ব্যক্তিগত ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়স্থান অর্জনকারীরা ট্রফি পান। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের সভাপতি, সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ