Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

লিখিত হবে ৪০ নাম্বারের

ঢাবি ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার : | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

দেশের প্রাচীন ও সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতির সঙ্গে ৪০ নাম্বারের লিখিত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে এটি কার্যকর হবে বলে জানা যায়। সিন্ডিকেটের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর হুমায়ুন কবির বলেন, ভর্তি পরীক্ষায় এমসিকিউ এর পাশাপাশি লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিন্ডিকেটে। এরমধ্যে ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। আগামী ভর্তি পরীক্ষা থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। একাডেমিক কাউন্সিল ও জেনারেল অ্যাডমিশন কমিটি এ ব্যাপারে বিস্তারিত সিদ্ধান্ত নেবে। উল্লেখ্য, বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। এরমধ্যে ছিলো ১২০ নাম্বার এমসিকিউ ও বাকি ৮০ নাম্বার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে দেয়া হতো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরীক্ষা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ