Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

একমাত্র দোকান পুড়ে নিঃস্ব দুই ভাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৯, ১২:২৫ পিএম

রাজধানীর গুলশানের পুড়ে যাওয়া ডিএনসিসি মার্কেটে মোহাম্মদ রায়হান ও আরিফ হাসান দুই ভাই মিলে ব্যবসা করতেন। দুই ভাইয়ের একমাত্র উপার্জনের সম্বল ছিলো রায়হান ট্রেডার্স। কফি, দুধ ও শিশুদের বিভিন্ন পণ্যের ব্যবসা করতেন তারা। অনেক কষ্ট করে জমানো টাকা দিয়ে এ দোকান সাজিয়েছিলেন। কিন্তু শনিবার ভোরে ডিএনসিসি মার্কেটে লাগা আগুনে সব স্বপ্নপুড়ে ছাই হয়ে গেছে এই দুই ভাইয়ের।

সকাল সাড়ে ৯টার দিকে পুড়ে যাওয়া নিজ দোকানের সামনেই মাথায় হাত দিয়ে নির্বাক হয়ে দেখছিলেন আরিফ হাসান। জিজ্ঞেস করতেই আর চোখের পানি ধরে রাখতে পারেননি তরুণ এ ব্যবসায়ী। তিনি বলেন, ‘ভাই আমাদের সব স্বপ্নপুড়ে ছাই হয়ে গেছে। আমার বড় ভাই অনেক কষ্ট করে এ দোকানটি দিয়েছেন। অনেক টাকা ধারও এখনো রয়ে গেছে। দোকান পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্যাশেও নগদ টাকা ছিল। সেই টাকাও পুড়ে ছারখার হয়ে গেছে’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ