Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধের দাবিতে জেলা প্রশাসককে অবরোধ

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৯, ৩:০৩ পিএম

ঝিনাইদহ সদর উপজেলার হাটবাকুয়াসহ বিভিন্ন গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধ ও ভিটে বাড়ি ছাড়া ভোটারদের গ্রামে ফিরিয়ে আনার দাবীতে ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথের গাড়ি অবরোধ করে গ্রামবাসী। শুক্রবার রাতে ঝিনাইদহ শহরের পৌরসভার গেট এলাকায় এই অবরোধের ঘটনা ঘটে। সাধারণ ভোটার ও গ্রামবাসীর অভিযোগ করেন, গেল উপজেলা নির্বাচনে কালীচরণপুর ইউনিয়নের হাটবাকুয়াসহ বিভিন্ন গ্রামের আওয়ামীলীগের নেতাকর্মীদের একটি অংশ নৌকা প্রতীক এবং অপর পক্ষ স্বতন্ত্র প্রার্থীর দোয়াত কলম প্রতীকের পক্ষে নির্বাচন করেন। নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জয়ী হলে একই দলের অপর পক্ষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। স্থানীয় ইউপি সদস্য পিন্টু শিকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নির্বাচনের পর থেকে শাতাধীক পরিবার গ্রামে ফিরতে পারছে না। এ জন্য আমরা জেলা প্রশাসকের গাড়ি অবরোধ করে প্রতিকার দাবী করেছি। কালীচরনপুর ইউনিয়ন আ’লেিগর সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন অভিযোগ করেন, যারা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগ করতো তারা এখন আর বাড়ি থাকতে পারছে না। সরকারী দল করেও আজ নির্যাতিত হচ্ছি। এ ব্যাপারে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, যারা অভিযোগ দিয়েছিলেন তাদের বাড়িতে যেতে বলেছি। কোন প্রকার মারধর বা সমস্যা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা পরিষদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ