Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহেশপুরে ৪০তম বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে মেলার উদ্বোধন

মহেশপুর(ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৯, ৫:৪৯ পিএম

ঝিনাইদহের মহেশপুরে ২দিন ব্যাপী ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

গত শনিবার দুপুর দেড়টায় মহেশপুর উপজেলা পরিষদ চত্বরে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল ও ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ যৌথ ভাবে ফিতা কেটে ৪০তম বিজ্ঞান প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিজ্ঞান মেলায় উপজেলার ৪৪টি মাধ্যমিক স্কুল তাদের স্টলে বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করেন। মেলার উদ্বোধন শেষে অতিথিবৃন্দ স্টল পরিদর্শন করেন। এরপর জেলা প্রশাসকের সভাপতিত্বে এক সভায় এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন বক্তব্য রাখেন।

মেলার উদ্বোধন শেষে সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল ও জেলা প্রশাসক সরোজ কুমার নাথ যৌথ ভাবে ফিতা কেটে মহেশপুর টেলিভিশন মিডিয়া এসোসিয়েশন এর অফিস উদ্বোধন করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্বোধন

৭ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ