Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আগুন লাগলে কি করবেন?

মো; ইকরাম | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৯, ৮:০৫ পিএম

আগুন লাগলে নিম্নোক্ত কিছু বিষয় মাথায় রাখার চেষ্টা করবেন। এগুলো আপনার কিংবা আশে পাশের অনেকের জীবন রক্ষা করতে পারে।

১. আতঙ্কিত হয়ে পড়বেন না।

২. আশে পাশে কোথাও আগুন লাগলে যদি নিরাপদ স্থানে বেড়িয়ে যেতে না পারেন তবে ঘরের দরজা,জানালা এবং ভেন্টিলেশন বন্ধ করে রাখবেন।

৩. আগুন লাগলে পরিষ্কার ভেজা কাপড় দিয়ে মুখ চেপে হামাগুড়ি দিয়ে বের হয়ে আসার চেষ্টা করবেন। কারণ, ফ্লোর লেভেল থেকে এক-দেড় ফুট পর্যন্ত আগুন বা ধোঁয়া কম থাকে এবং আপনি শ্বাস নেয়ার অক্সিজেন পাবেন।

৪. নিচে নামার সময় কখনোই লিফট ব্যবহার করবেন না। সবসময় সিঁড়ি ব্যবহার করবেন।

৫. আগুন লেগে গেলে সাথে সাথে ঐ স্থানের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দিবেন।

৬. বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অথবা তৈলজাত কোন কিছু থেকে আগুন লাগলে ঐ স্থানে কখনোই পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করবেন না।

৭. ফায়ার এক্সটিংগুইশার থাকলে তার ব্যবহার করুন। আগুনের সূত্রপাতের শুরুতে এই উপকরণ আগুন নেভাতে কার্যকর ভূমিকা রাখে। ফায়ার এক্সটিংগুইশার থাকলে প্রথমে এর লক পিনটি খুলে ফেলতে হবে। তারপর আগুনের সুত্রপাতের জায়গার দিকে তাক করে ধরে লিভার প্রেস করতে হবে এবং ডানে বামে ঘুরাতে হবে। এক্ষেত্রে, "PASS" এই শব্দটি মনে রাখার চেষ্টা করবেন।
যার মানে:

P: Pull the Lock Pin out
A: Aim at the base of the Fire
S: Squeeze the lever
S: Swipe from left to right.

৮. সিঁড়ি দিয়ে নিচে নামার ক্ষেত্রে সবার আগে যেই ফ্লোরে আগুন লেগেছে তাদের এবং তারপর তার উপরের ফ্লোরের লোকদের নামতে দিন।

৯. গায়ে আগুন লাগলে দৌড়াদৌড়ি না করে দুই হাত দিয়ে মুখ চেপে ধরে মাটিতে গড়াগড়ি দিন।

১০. আগুন লাগলে আগে শিশু, বৃদ্ধ, শারীরিক ভাবে অক্ষম এবং গর্ভবতী মহিলাকে নামার সুযোগ করে দিন।

১১. বাসা বাড়ির রান্নাঘরে গ্যাসের চুলা ব্যবহারে সতর্ক হবেন। কখনোই রান্নাঘরের দরজা অথবা জানালা সম্পূর্ণ বন্ধ করে রাখবেন না।

১২. কোন অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান অথবা ইন্ডাস্ট্রি ভিজিটে গেলে প্রথমেই "জরুরী নির্গমন পথ" এবং "ইমারজেন্সি এসেম্বলি পয়েন্ট" এর অবস্থান জেনে নিন।

১৩. বাংলাদেশের বিভিন্ন অগ্নিকান্ডের ৪৫% শতাংশ ঘটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। অতএব অফিস অথবা বাসা থেকে বের হবার আগে অপ্রয়োজনীয় বৈদ্যুতিক সংযোগগুলো বন্ধ করে যাবেন।

১৪. ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এর লোকজন আসলে অযথা কথা না বলে বা ভিড় না করে তাদের ঘটনাস্থল সম্পর্কে, আগুনের ধরণ, তা কি কারণে লেগেছে এবং ভেতরে কোনো লোক আটকা পড়ে আছে কি না, এ জাতীয় তথ্য দিয়ে সহায়তা করুন।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর নাম্বার ফোনে রেখে দিবেন।
৯৯৯ এই নাম্বারে ফোন করে ফায়ার সার্ভিস এর সাহায্য চাইতে পারেন।
আর ০২ ৯৫৫৫৫৫৫, এটি সরাসরি ফায়ার সার্ভিস এর কন্ট্রোল রুমের নাম্বার। এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন।

সচেতন হোন। প্রাণ বাঁচবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ