Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জম্মু ও কাশ্মীরে ফের গোলাগুলি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

জম্মু ও কাশ্মীরে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে স্বাধীনতাকামীদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে। শনিবার ভোরে একটি আস্তানা ঘেরাও করলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে এই গুলির লড়াই শুরু হয়। ঘটনাটি জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার তানিওয়াগা গ্রামের। জানা গেছে, শুক্রবার গভীর রাতে ওই গ্রামে স্বাধীনতাকামীদের উপস্থিতির কথা জানতে পারে পুলিশ। সেই অনুযায়ী শুরু হয় অভিযান। শেষ খবর পাওয়া পর্যন্ত, এই ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। সমগ্র তানিওয়াগা গ্রাম ঘিরে রেখেছে সেনা এবং পুলিশের সদস্যরা। শুরু হয়েছে তল্লাশি। ঠিক কতজন জঙ্গি সেখানে রয়েছে তা এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। বৃহস্পতি এবং শুক্রবারের মধ্যে ওই রাজ্যে তিন এনকাউন্টারে মোট ছয় জন নিহত হয়। একই সঙ্গে পাকড়াও করা হয় এক জঙ্গিকে। মৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয় তিনটি আমেরিকান এম৪ স্নাইপার ও একে ৪৭ রাইফেল। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ