Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অবিলম্বে স্কুল পর্যায়ে যৌনশিক্ষা বন্ধ করতে হবে

বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

দেশের সাড়ে তিনশ স্কুলে কিশোর ছাত্র-ছাত্রীদেরকে এক সাথে বসিয়ে যৌনশিক্ষা দানের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এটা বন্ধের দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
দলটির তরফ থেকে বলা হয়েছে, আমাদের ধর্ম, সমাজ ও সংস্কৃতি বিরোধী এমন কুশিক্ষার মাধ্যমে পশ্চিমাদের মত জাতির ভবিষ্যৎ প্রজন্মকে লজ্জাহীন করে পশুতে পরিণত হওয়ার দিকে ঠেলে দেয়া হচ্ছে। অবিলম্বে কোমলমতি ছাত্র-ছাত্রীদের সুকুমারবৃত্তি ও চরিত্র বিধ্বংসী স্কুল পর্যায়ের যৌনশিক্ষা বন্ধের দাবি জানায় দলটি। অন্যথায় গণমানুষকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেয়া হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশর সভাপতি আল্লামা আব্দুল মুমিন ও মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী এক বিবৃতিতে এসব কথা বলেছেন।
বিবৃতিতে তারা আরো বলেছেন, পুঁজিবাদ ও কর্পোরেট লুটেরারা তাদের শোষণের বিরুদ্ধে সাধারণ মানুষ যাতে সচেতন ও সংঘবদ্ধ হতে না পারে, সে জন্য শিক্ষা থেকে নৈতিকতার পাঠ উচ্ছেদ এবং পরিবার ও সমাজ ব্যবস্থা ভেঙ্গে দিতে ওঠে পড়ে লেগেছে। তারা চায়, দেশের প্রতিটি মানুষ যাতে নীতি-নৈতিকতাকে উপেক্ষা করে আত্মকেন্দ্রিক ভোগবাদি চিন্তায় গড়ে ওঠে।
বিবৃতিতে জমিয়ত সভাপতি ও মহাসচিব বলেন, অবিলম্বে স্কুল পর্যায় থেকে আমাদের ধর্ম, সমাজ ও সংস্কৃতি বিরোধী যৌন শিক্ষার নামে বেহায়াপনা বন্ধ করতে হবে। কারণ, যৌনবিষয়ক এই শিক্ষা কিশোর ছাত্র-ছাত্রীদেরকে কৌতুহলী করে তুলবে এবং অবাধ যৌন মিলনে তাদের মনে ইন্ধন যোগাবে। আর এতে করে আমাদের পরিবার ও সমাজ ব্যবস্থা ভেঙ্গে পড়বে।
জমিয়ত নেতৃদ্বয় বলেন, পাশ্চাত্যের দেশগুলোতে শিক্ষার্থীদের যৌনবিষয়ক শিক্ষা এজন্যই দেয়া হয় যে, সেখানে যৌনতা উন্মুক্ত, আছে উন্মুক্ত পতিতালয়। শিশু বয়স থেকে তারা অবাধ যৌনতায় লিপ্ত হয়। কিন্তু আমাদের দেশে ওই রকম পরিবেশ ও সংকট নেই। বরং স্কুল শিক্ষার্থীদের সচেতনতার জন্য যৌনবিষয়ক শিক্ষা প্রদান করা হলে এটি তাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। পশ্চিমাদেরকে যৌনশিক্ষা ও অবাধ যৌনাচার পরিবার ও সমাজ ভেঙে দেয়াসহ অসংখ্য প্রাণঘাতি যৌনরোগে ডুবিয়েছে। আমরা চাই না তাদের মতো আমাদের পরিবার ও সমাজ ব্যবস্থাও ভেঙ্গে পড়–ক এবং অনাচার ও প্রাণঘাতি রোগে মানুষ ডুবে মরুক। জমিয়ত শীর্ষ নেতৃদ্বয় হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, এই কুশিক্ষা বন্ধ করা না হলে সমাজ, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে গণমানুষকে সাথে নিয়ে পরিবার ও সমাজ রক্ষার দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবিলম্বে স্কুল পর্যায়ে যৌনশিক্ষা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ