Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯, ০৬ কার্তিক ১৪২৬, ২২ সফর ১৪৪১ হিজরী

তীরন্দাজের নাটক তামসিক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

২ এপ্রিল সন্ধ্যা ৬ টা ও ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হল এ তীরন্দাজÑএর ৪র্থ মঞ্চ প্রযোজনা তামসিকÑএর একাদশ ও দ্বাদশ প্রদর্শনী হবে। নাটকটি রচনা করেছেন অপু মেহেদী। নির্দেশনা দিয়েছেন কাজী রাকীব। অভিনয় করেছেন তামান্না তমা, তমাল খান, সোলায়মান মামুন/ নিলয় চৌধুরী, রফিকুল সেলিম, হাসান মাহদী লাল্টু, কাজী রাকীব, অমিত শিবরাম, মারুফ মুন্না, সোহাগ লিটন, নুসরাত তিথি, সানজিদা প্রমি, আরিয়ান সোহাগ, মামুন, সৌরভ, শাহী, মাসুম, তানভীর, রিয়ান প্রমুখ। পৃথিবীতে মানুষের জন্মের ইতিহাস প্রায় তিন কোটি বছরের। আদিম মানুষেরা পৃথিবীর অনেক অজানাকেই রহস্যময় করে তুলেছিল। তবে তাদের কোন দুরভিসন্ধি ছিল না, ছিল অজ্ঞতা। পুঁজিবাদের এই যুগে বিজ্ঞান যখন সকল রহস্যের দ্বার খুলে দিচ্ছে তখন সত্য জানার পরও কিছু মানুষ তাদের স্বার্থসিদ্ধিরর জন্য পৃথিবীকে রহস্যময় করে তুলছে ভিন্ন উপায়ে। তারা পৃথিবীকে করে তুলছে অস্থিরতা ও নিষ্ঠুরতায় পরিপূর্ণ এক গ্রহে। এ জন্য তারা প্রধান হাতিয়ার হিসাবে বেছে নিয়েছে ধর্মকে। ধর্মের অপব্যবহার, এ নিয়ে রাজনীতি, নিজের স্বার্থে ধর্মকে ইচ্ছামত অপব্যবহার চলছে নিরন্তর। এমন এক বক্তব্য নিয়ে তামসিকের গল্প এগিয়েছে।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটক

২০ সেপ্টেম্বর, ২০১৯
১৯ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন