রূপগঞ্জে আগুনে পুড়ে একই পরিবারের চারজনের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে আগুন লেগে এক পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে
কুষ্টিয়ার দৌলতপুরে সাপের কামড়ে আরিফুল ইসলাম (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর পৌনে ১২টার দিকে সে মারা যায়। নিহত আরিফুল ইসলাম মহিষকুন্ডি হাই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র এবং মহিষকুন্ডি কলেজপাড়া এলাকার শাহীন আলীর ছেলে। এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে আরিফুল ইসলাম নিজ বাড়ির ঘরের মধ্যে ইদুর গমভর্তি বস্তা ফুটো করে গম গর্তের ভেতর নিলে সে গর্তের মধ্যে হাত দিয়ে গম বের করতে গেলে বিষাক্ত সাপে তাকে কামড় দেয়। পরে বাড়ির লোকজন তাকে ডাক্তারের কাছে না নিয়ে স্থানীয় ওঝা দিয়ে সাপের বিষ নামাতে গেলে দুপুরে স্কুলছাত্র আরিফুল ইসলাম মারা যায়।
বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান আশরফুজ্জামান মুকুল মাষ্টার নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।