Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্ত্রীসহ বিএনপি নেতা মোমিনকে দুদকে তলব

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

হলফনামায় সম্পদের মিথ্যা তথ্য দেয়ার অভিযোগ অনুসন্ধানে বিএনপি নেতা আবদুল মোমিন তালুকদার ও তার স্ত্রীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে দুদক উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মলয় কুমার সাহা তাদেরকে আগামী ১১ এপ্রিল হাজির হতে বলেছেন। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, অনুসন্ধান কর্মকর্তা তাদেরকে হলফনামা ও আয়কর রিটার্নের কপি এবং সংশ্লিষ্ট নথিপত্রসহ হাজির হতে অনুরোধ করেছেন। দুদক আরো জানায়, একাদশ সংসদ নির্বাচনের হলফনামায় সম্পদের মিথ্যা তথ্য দেয়ার অভিযোগ আমলে নেয়ায় বগুড়া-৩ আসনের সাবেক এমপি ও বিএনপি নেতা আবদুল মোমিন তালুকদার এবং তার স্ত্রী মাসুদা মমিন তালুকদারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। এর পরপরই অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ