Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিশ্বরঙের বৈশাখী আয়োজন -২০১৯

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

ফ্যাশন হাউস বিশ্বরঙ প্রতি বছরের মতো এবারের বৈশাখে পোশকের ডিজাইনে এনেছে নতুন মাত্রা, ভিন্ন ধরণের মোটিফ। এবারের মোটিফ হচ্ছে আলপনা, আলপনা মানুষের শিল্প মানুষের শৈল্পিক সৃষ্টি, বাংলার নারীরা ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানকে ঘিরে তাদের শিল্পকর্মের অহংকার ছড়িয়েছে নানানভাবে, আল্পনাকে ঘিরেই নকশা, সুই সুতার নিপূণ কারুকাজে আবহমান বাংলার শিল্পকর্মের এক আশ্চর্য প্রর্দশন নকশী, নকশীকে ঘিরে মানুষের উৎসাহ আর আগ্রহের কমতি নেই, এবারের আল্পনায় ব্যবহৃত মোটিফগুলো হচ্ছে সূর্য, চালের দানা, পেচা, মই, লাঙ্গল, দেবী, মাছ, পানের পাতা, কৌতুক, ইত্যাদি, ‘বিশ্বরঙ’ এবারের বৈশাখে কাপড়ে ফুটিয়ে তুলেছে আল্পণার ছাপ, এবারের বৈশাখে ‘বিশ্বরঙ’-এর শাড়ী সেলয়ার, কামিজ, পাঞ্জাবী, বøাউজ, স্কার্ট, ইত্যাদিতে আদি আল্পনার কাজ গুলো পাওয়া যাবে। বিশ্বরঙ সকল ছাত্র-ছাত্রীদের জন্য নিয়ে এসেছে বিশেষ অফার স্টুডেন্ট আইডি কার্ড দেখালে বিকাল ৩টা থেকে-৫টার মধ্যে পাবে ১০% ডিসকাউন্ট।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৈশাখ

২২ এপ্রিল, ২০২২
২২ এপ্রিল, ২০২২
১৬ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ