Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

নিউজিল্যান্ডের হামলাকারীর বিরুদ্ধে ৫০ খুনের অভিযোগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৯, ১:২৯ পিএম

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদের হামলাকারী ব্রেন্টন ট্যারেন্টের বিরুদ্ধে ৫০ জনকে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে নিউজিল্যান্ডের পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, শুক্রবার ব্রেন্টন ট্যারেন্টকে আদালতে হাজির করা হবে।

তার বিরুদ্ধে ৫০ জনকে খুনের অভিযোগ ছাড়াও আরও বেশ কয়েক জনকে হত্যা চেষ্টার অভিযোগও দায়ের করা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে একটি হত্যা মামলার অভিযোগ আনা হয়।

গত ১৬ মার্চ প্রথমবারের মতো আদালতে হাজির করা হন ব্রেন্টনকে। আগামী শুক্রবার তাকে দ্বিতীয় বারের মতো আদালতে হাজির করা হবে। এর আগ পর্যন্ত তার রিমান্ড মঞ্জুর করে ক্রাইস্টচার্চের আদালত।

ক্রাইস্টচার্চের পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার উচ্চ আদালতে শুনানির জন্য আদালতে হাজির করা হবে ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলায় অভিযুক্ত ব্যক্তিকে। তার বিরুদ্ধে ৫০ জনকে হত্যা এবং আরও ৩৯ জনকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

অন্যান্য অভিযোগগুলো এখনো বিবেচনায় রাখা হয়েছে বলেও জানানো হয়েছে। তবে এসব অভিযোগ গুলো কি সে বিষয়ে কিছু জানানো হয়নি। অভিযুক্ত ব্যক্তির ছবি তোলা বা আদালতে প্রবেশে মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা এনেছে আদালত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিউজিল্যান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ