Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

পুলিশবক্সে হামলা খুলনায় ২৫০ শ্রমিকের বিরুদ্ধে মামলা

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

খুলনা মহানগরীর নতুন রাস্তা মোড়ে অবস্থিত পাবলা পুলিশ বক্সে হামলা, ভাঙচুর ও পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে দৌলতপুর থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত পরিচয় ২০০/২৫০ জন শ্রমিককে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত বাগচী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। তবে এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ জানান, বৃহস্পতিবার সকালে পাটকল শ্রমিকদের অবরোধ চলাকালে একদল উচ্ছৃঙ্খল শ্রমিক পাবলা পুলিশ বক্সে হামলা চালায়। তারা পুলিশ বক্স, পুলিশের একটি মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্স ভাঙচুর করে। হামলায় পুলিশ ইন্সপেক্টর আবুল বাশারসহ চার পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া হামলাকারিরা পুলিশের সরকারি কাজে বাধা দেন। এসব অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ছবি ও ভিডিও ফুটেজ দেখে হামলাকারিদের শনাক্ত করার চেষ্টা চলছে জানান ওসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ