Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

হোয়াইট হাউজে ঢোকার সময় গুলিতে বন্দুকধারী আহত

প্রকাশের সময় : ২২ মে, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৯:৫৯ পিএম, ২১ মে, ২০১৬

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর ও বাসভবন হোয়াইট হাউজের কাছে গুলিতে একজন আহত হয়েছে। স্থানীয় সময় গত শুক্রবার দুপুরে হোয়াইট হাউজের পশ্চিম পাশের একটি নিরাপত্তা চৌকিতে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তি হোয়াইট হাউজে বন্দুক নিয়ে ঢোকার চেষ্টা করেছিল। এসময় তাকে গুলি করা হয়। ওই ঘটনার পরপরই হোয়াইট হাউজ বন্ধ রাখা হয়েছে। জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। প্রেসিডেন্ট বারাক ওবামা এ সময় হোয়াইট হাউজে না থাকলেও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সেখানে ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনার পর দ্রুত মার্কিন পার্ক পুলিশ ও সিক্রেট সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তবে এ ঘটনায় হোয়াইট হাউজের কোনো কর্মকর্তা আহত হননি বলে নিশ্চিত করা হয়েছে। এদিকে, ওই চেকপয়েন্টে কি ঘটেছিল সে বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন প্রেসিডেন্ট বারাক ওবামা। পুলিশের বরাত দিয়ে এবিসি নিউজ জানায়, সিক্রেট সার্ভিসের এক সদস্য ওই নিরাপত্তা চৌকিতে অস্ত্রধারী একজনকে গুলি করেন। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কিছু জানা যায়নি। এ ঘটনার পর কিছুক্ষণের জন্য হোয়াইট হাউজে মানুষের যাতায়াত বন্ধ করা হয়। প্রেসিডেন্ট বারাক ওবামা এ সময় মেরিল্যান্ডে গলফ খেলায় ছিলেন বলে প্রতিবেদনে বলা হয়। এ ঘটনায় হোয়াইট হাউজের কেউ হতাহত হয়নি বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে। অপর এক খবরে বলা হয়, হোয়াইট হাউজের পশ্চিম দিকের চেক পয়েন্ট পার হয়ে ঢুকে পড়েছিল ওই বন্দুকধারী। নিরাপত্তারক্ষীরা তাকে থামতে বলেন এবং অস্ত্র সমর্পণের নির্দেশ দেয়। কিন্তু সে নির্দেশ অমান্য করে এগিয়ে যেতে থাকলে তাকে লক্ষ্য করে গুলি চালান নিরাপত্তা রক্ষীরা। এতে তার বুকে গুলি বিদ্ধ হয়। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম জেসে ওলিভিয়েরি বলা জানা গেছে। তার বয়স ৩০-এর মতো। বিবিসি, রয়টার্স, ইউএসএ টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হোয়াইট হাউজে ঢোকার সময় গুলিতে বন্দুকধারী আহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ