Inqilab Logo

ঢাকা, শুক্রবার ২৪ মে ২০১৯, ১০ জ্যৈষ্ঠ ১৪২৬, ১৮ রমজান ১৪৪০ হিজরী।

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলার আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা।
গতকাল শনিবার সকালে জেলা স্কুল বড়মাঠ হতে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আমিনুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালীতে অংশ নেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, সদস্য শাহ নাজমুল হুদা এ্যাপলো, মিজানুর রহমান, এ কে মনিরুল হুদা হেলাল প্রমূখ।
সংক্ষিপ্ত আলোচনা শেষে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা কাবাডি। এই কাবাডি প্রীতি ম্যাচে অংশগ্রহণ করেন সালন্দর উচ্চ বিদ্যালয় বনাম ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়। খেলায় সালন্দর উচ্চ বিদ্যালয় ৫ পয়েন্ট বেশী পেয়ে বিজয়ী হয়।
পরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ