Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্বর্ণের দাম তিন সপ্তাহে সর্বনিম্নে

প্রকাশের সময় : ২২ মে, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য নেমে এসেছে তিন সপ্তাহে সর্বনিম্নে। যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভের (ফেড) জুনে অনুষ্ঠেয় নীতিনির্ধারণী বৈঠকেই দেশটিতে সুদহার বাড়ানোর সম্ভাবনা থাকায় স্বর্ণসহ মূল্যবান অন্য ধাতুগুলোর বাজারে বজায় রয়েছে নিম্নমুখী প্রবণতা। সাধারণত বাড়তি সুদহারের ক্ষেত্রে যেকোনো দেশে স্বর্ণের বিনিয়োগ চাহিদা কমে যায়। কারণ এ সময় সুদযুক্ত আর্থিক সম্পত্তিগুলো থেকে মুনাফার সম্ভাবনা ও পরিমাণ দুটোই বাড়ে। এর বিপরীতে স্বর্ণসহ মূল্যবান ধাতুগুলো থেকে দরবৃদ্ধি ছাড়া আর কোনোভাবে মুনাফা আদায় সম্ভব নয়। ফলে বাড়তি সুদহারের ক্ষেত্রে নিম্নমুখী হয়ে ওঠে স্বর্ণ, রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের বাজার। আর ফেডের সুদহার বৃদ্ধির ক্ষেত্রে এ নিম্নমুখিতা আরো অবশ্যম্ভাবী হয়ে ওঠে। নিউইয়র্ক কমোডিটি এক্সচেঞ্জে (কোমেক্স) বৃহস্পতিবার জুনে সরবরাহের চুক্তিতে স্বর্ণের দাম কমেছে আউন্সে ১৯ ডলার ৬০ সেন্ট। এদিন এখানে চুক্তিটির আওতায় পণ্যটির সর্বশেষ মূল্য স্থির হয় প্রতি আউন্স ১ হাজার ২৫৪ ডলার ৮০ সেন্টে, দিনের সর্বশেষ দর হিসেবে যা ২৭ এপ্রিলের পর সর্বনিম্ন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বর্ণের দাম তিন সপ্তাহে সর্বনিম্নে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ