Inqilab Logo

মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২, ০৪ মাঘ ১৪২৮, ১৪ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

ভিম লিকুইড-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জয়া আহসান

প্রেস বিজ্ঞপ্তি। | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

এপার ও ওপার বাংলায় জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ক্যারিয়ারের শুরু করে ছিলেন মডেলিং দিয়ে, এরপর আসেন অভিনয়ে। নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে ব্যপক সফলতার পরে বর্তমানে নাম লিখিয়েছেন একজন সফল প্রযোজক হিসেবে। নিজের স্বপ্নগুলোকে সার্থক করতে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী। পাশাপাশি নিজ কর্মগুণে অনুপ্রাণিত করে চলেছেন এদেশের সকল নারীকে।
তার মতোই বাংলাদেশের নারীদের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করতে যাত্রার শুরু থেকে কাজ করছে ভিম বাংলাদেশ। জরিপ অনুযায়ী প্রতিদিন একজন নারী গড়ে ১ ঘন্টা ৪৫ মিনিট থালা বাসন ধোয়ার কাজে ব্যয় করেন। ভিম লিকুইড ব্যবহারে থালা বাসন পরিষ্কার হয় অনেক দ্রুত। বেঁচে যায় মূল্যবান সময়। যে সময়টাতে সে মনোযোগ দিতে পারে নিজের স্বপ্ন পূরণের জন্য।
এই উদ্দেশ্যে একসাথে কাজ করার লক্ষ্যে, দেশের এক নম্বর ডিশওয়াশং ব্র্যান্ড ভিম লিক্যুইড-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর করেন জয়া আহসান।
গত ৩১শে মার্চ আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-এর উচ্চপদস্থ কর্মকতারা। প্রেস বিজ্ঞপ্তি। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ