Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিজেপির ক্ষমতা ধরে রাখার ইস্তাহার প্রকাশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৯, ৩:৪১ পিএম

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের ইস্তাহার প্রকাশ করছে দেশটির ক্ষমতাশীল দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ইস্তাহারে বলা আছে, ‘বিজেপি সরকারের গত মেয়াদের সাফল্য তুলে ধরে পুনরায় ক্ষমতায় এলে আগামী পাঁচ বছরে আরও উন্নয়ন ঘটানো সম্ভব।’ তাছাড়া আরও অসংখ্য কাজের প্রতিশ্রুতি থাকছে এবারের ইস্তাহারে। সোমবার রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বিজেপির সদর দপ্তরে আয়োজিত ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সভাপতি অমিত শাহ এবং পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহসহ দলটির শীর্ষ নেতারা।

নির্বাচনকে কেন্দ্র করে এবার বিজেপির ইস্তাহারের নাম দেওয়া হয়েছে ‘সঙ্কল্প পত্র’। পাশাপাশি গত রোববারই কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা দলের বর্ষীয়ান নেতা অরুণ জেটলি বলেছিলেন, এ বার দলের স্লোগান ‘ফির এক বার, মোদি সরকার!’

ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, ‘আমরা দেশকে পুরো সুরক্ষিত করার কাজ করছি অথচ বিরোধীরা আমার বিদেশ সফর নিয়ে কটাক্ষ করছে। সারা দেশের সঙ্গে প্রধানমন্ত্রী অত্যন্ত ভাল কূটনৈতিক সম্পর্ক তৈরি করেছেন। প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে সৌদি আরবের সঙ্গে সম্পর্কের ধাপ অনেক উন্নত হয়েছে।’ সুষমা স্বরাজ আরো বলেছেন, ‘সউদী আরব প্রধানমন্ত্রীকে সে দেশের সবচেয়ে বড় সম্মান দিয়েছে। সবচেয়ে বড় অর্থনৈতিক কর্মকাণ্ড ছিল ‘জন ধন যোজনা’। এমন কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব, যা আন্তর্জাতিক বিশ্বে প্রশংসা কুড়িয়েছে। আমরা শুধু ঘোষণা নয়, সংকল্প পূরণ করার প্রতিজ্ঞা করছি। সংবাদমাধ্যমের প্রতি আমার অনুরোধ, আমাদের দল এবং অন্য দলের ইস্তাহারের তুল্যমূল্য আলোচনা করুন।’

এদিকে দেশের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি বলেছেন, ‘বিশ্ব অর্থনীতিতে ভারতের অবস্থান অত্যন্ত শক্তিশালী হয়েছে। গত পাঁচ বছরে শুধু নিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধিই ছিল না, আয়কর কখনই বাড়েনি শুধুই কমেছে। এই সরকারের তুলনায় আগের সরকারের আমলে অনেক বেশি মূল্যবৃদ্ধি হয়েছে।’

ভারতীয় এই প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, ‘প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে একটি আশার আলো দেখতে পেয়েছিলেন ভারতের সাধারণ মানুষ। ২০১৪ সালে অনেক ইস্যু নিয়ে নির্বাচন হয়েছিল, সিদ্ধান্তহীনতা, দুর্বল সরকার, দুর্নীতি ইত্যাদি গোটা দেশের কথা মাথায় রেখে এই ইস্তাহার তৈরি হয়েছে।’

পরে নিজের বক্তব্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বলেছেন, ‘মুসলিম মহিলাদের জন্য আমরা ন্যায়বিচার সুনিশ্চিত করব। প্রতিটি মানুষের বাড়ি থেকে ৫ কিলোমিটারের মধ্যে এটিএম থাকবে। সব শিশুকে টিকা দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করা হবে।’

এবারের ইস্তাহার প্রসঙ্গে কেন্দ্রীয় এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘২০২২ সালে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। প্রতি ১০০ জনের মধ্যে একজনকে চিকিৎসক হিসেবে তৈরি করার চেষ্টা চলবে। একইসঙ্গে চিকিৎসা ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হবে। তাছাড়া ৭৫টি মেডিক্যাল ও স্নাতকোত্তর মেডিক্যাল কলেজ তৈরি করা হবে। জাতীয় সড়ক দ্বিগুণ করা হবে। সব বাড়িতে শৌচালয়, খাবার পানি পৌঁছে দেওয়া হবে। প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। কৃষকদের পেনশনও দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধা শুধু গরিব কৃষক নয়, সব কৃষকই পাবেন। কিষাণ সম্মান নিধি চালু করেছিলেন প্রধানমন্ত্রী আগামীতে তা ২৫ লক্ষ কোটি গ্রামীণ উন্নয়নে খরচ করা হবে।’

অপরদিকে বিজেপি সভাপতি অমিত শাহ তার বক্তব্যে বলেন, ‘ফির একবার মোদি সরকার’ এই স্লোগান সারা দেশে পৌঁছে দিন। এ বারও আপনারা ভোট দিন, আমরা একটা মজবুত সরকার গঠন করব। যে আশা নিয়ে ভোট দিয়েছিলেন, তা পূরণ হয়েছে। ২০১৪ সালে আপনারা মোদিকে ভোট দিয়েছিলেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজেপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ