Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সড়ক দুর্ঘটনায় সন্তানসহ নারী ক্রিকেটারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৯, ৪:৫৫ পিএম

দক্ষিণ আফ্রিকার সাবেক নারী বিশ্বকাপ ক্রিকেটার এলরিয়েসা থিউনিসেন এবং তার সন্তান সড়ক দুর্ঘটনায় গত শুক্রবার নিহত হয়েছেন। স্থানীয় পুলিশের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।
পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, উত্তরপশ্চিমাঞ্চলীয় খনি শহর স্টিলফন্তেইনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
২৫ বছর বয়সী থিউনিসের দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি ওয়ানডে ও একটি টি-২০ সহ চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০১৩ বিশ্বকাপ দলের সদস্যও ছিলেন তিনি।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) প্রধান নির্বাহী থাবাং মোরোয়ে বলেন, ‘আমাদের সবার জন্য এটি একটি শোকের সংবাদ। ক্রিকেট সম্প্রদায়ের জন্য থিউনিসেন অনেক কিছু করেছেন, যেখানেই তিনি বেঁচে থাকতেন। জাতীয় দল ও তৃণমূল ক্রিকেটেও তিনি অনেক বড় অবদান রেখেছেন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে আমি তার স্বামী, পরিবার, বন্ধু-বান্ধব এবং তার সকল ক্রিকেটীয় সতীর্থদের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি।’
ক্রিকেটের নির্বাহী সংস্থা আইসিসিও ডান হাতি ব্যাটসম্যান ও ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার থিউনিসেরে এ অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ