Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সব চেয়ে উগ্র ধর্ম হিন্দু, বললেন উর্মিলা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৯, ৫:০১ পিএম | আপডেট : ৫:১২ পিএম, ৮ এপ্রিল, ২০১৯

ভোটের ময়দানে লড়তে নেমে প্রথমেই বেচাল চেলে ফেললেন উর্মিলা মাতণ্ডকর। অন্তত রাজনৈতিক বিশেষজ্ঞরা তাই মনে করছেন। ভোটের প্রচার করতে শুরু করার পর অভিনেত্রী তথা মুম্বইয়ের (উত্তর) কংগ্রেস প্রার্থী সম্প্রতি সনাতন ধর্মকে আক্রমণ করে বসেছেন। বলেছেন, ‘এটি সবচেয়ে উগ্র ধর্ম। একটি সাক্ষাৎকার দিতে গিয়ে উর্মিলা বলেছেন, মোদি সরকারের আমলে এই ধর্মকে সম্পূর্ণ অন্যভাবে জনগণের সামনে উপস্থিত করা হয়েছে। যে সনাতন ধর্ম সহিষ্ণুতার জন্য বিখ্যাত, মোদির আমলে সেই সনাতন ধর্মই সবচেয়ে উগ্র হয়ে গিয়েছে।’
উর্মিলা আরো বলেছেন, ‘সবচেয়ে দুঃখজনক ব্যাপার, এই জঘন্য কাজগুলি দিনের পর দিন প্রশংসিত হয়ে আসছে। মানুষকে এসব বিশ্বাস করাতে বাধ্য করা হচ্ছে। আর বরাবরের ন্যায় সমাজ তা মেনেও নিচ্ছে।’
এদিকে অভিনেত্রীর এ মন্তব্যে পুরো ভারতবর্ষে উঠেছে সমালোচনার ঝড়। অনেকে বলছেন ভোটের আবহে বেফাঁস মন্তব্য করে লাভের থেকে ক্ষতিটাই বেশি হচ্ছে অভিনেত্রীর। শুধু তাই নয়, এই ঘটনা গড়িয়েছে থানা পর্যন্ত৷ বেফাঁস মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন বিজেপি নেতা৷ সেই ক্ষোভের আগুনে আবারও ঘি ঢাললেন অভিনেত্রী৷ বিজেপি নেতার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন বলে পালটা দাবি তুলেছেন উর্মিলার৷
উর্মিলার এই মন্তব্যকে হাতিয়ার করে পাল্টা জোরাল আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবির৷ পুলিশের দ্বারস্থ হয়ে তিনি দাবি জানিয়েছেন, হিন্দু ধর্মের মানুষদের ভাবাবেগে আঘাত করেছেন উর্মিলা৷ তাই তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত৷ শুধু কংগ্রেস প্রার্থীই নয়, যে সাংবাদিকের প্রশ্নের উত্তরে উর্মিলা হিন্দুত্বকে আক্রমণ করেছেন, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি৷
সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটের দিকে ক্রমেই এগিয়ে যাচ্ছে দেশ। মুম্বইয়ে ২৯ এপ্রিল ভোটগ্রহণ। আপাতত জমিয়ে নির্বাচনী প্রচার সারছেন মুম্বই (উত্তর) লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী৷ তবে হাজার ব্যস্ততার মাঝেও বিরোধীদের জবাব দিতে ছাড়েননি তিনি৷ বিজেপি নেতার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলেই তোপ দাগেন তারকা এই প্রার্থী৷ অন্যদিকে উর্মিলার জনপ্রিয়তায় ভয় পেয়ে বিজেপির নেতা আবলতাবল বকা শুরু করেছেন বলে জানিয়েছেন কংগ্রেসের মুখপাত্র শচীন সাওয়ান্তের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ