Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ছত্তিশগড়ে মাওবাদী হামলায় বিজেপি বিধায়কসহ নিহত ৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৯, ৭:১৪ পিএম

ভারতের লোকসভা নির্বাচনের দু’দিন আগে ছত্তিশগড়ে ফের সক্রিয় হামলা চালাল মাওবাদীরা। এদিন দন্তেওয়াড়ার মাওবাদী জঙ্গি হানায় নিহত হলেন ভারতীয় জনতা পার্টির বিধায়ক ভীমা মান্ডবি। আইইডি বিস্ফোরণের জেরে প্রাণ হারিয়েছেন কনভয়ের আরও চার জন। খবর টাইমস অব ইন্ডিয়া।

মঙ্গলবার দন্তেওয়াড়ার নকুলনারে বিজেপি বিধায়কের কনভয়ে জোরদার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, দূর নিয়ন্ত্রণ প্রযুক্তির সাহায্যে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে।

ঘটনার পরে ওই এলাকায় মোতায়েন হয়েছে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার সন্ধায় শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, জঙ্গলে গোপন ঘাঁটি গাড়া মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চলছে নিরাপত্তা বাহিনীর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছত্তিশগড়ে মাওবাদী হামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ