Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মানুষ হত্যার জন্য স্মরণীয় থাকবেন মোদি : ওয়াইসি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সবচেয়ে বেশি স্মরণ করা হবে দাঙ্গাবাজদের প্রহারে মানুষ হত্যার জন্য। এমন অভিযোগ করেছেন ভারতের এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি। তেলেঙ্গানা রাজ্যে লোকসভার মোট আসন ১৭টি। এখানে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে মঙ্গলবার। ভোট শুরু হবে ১১ই এপ্রিল। তাই প্রচারণার শেষ দিন আসাদুদ্দিন ওয়েইসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘায়েল করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, নরেন্দ্র মোদি কি সবার জন্য কথা বলেছেন? আবার নিজেই সেই প্রশ্নের জবাব দিয়েছেন আসাদুদ্দিন। তিনি বলেছেন, না, মোদি তা করেননি। যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শে বিশ্বাসী তিনি শুধু তাদেরই চৌকিদার। তিনি আরো বলেন, মোদির লিগেসি হবে তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় দাঙ্গাবাজদের হাতে প্রহৃত হয়ে মানুষ মৃত্যুর ঘটনা সর্বাধিক ছিল এবং তিনি তা থামাতে পারেননি। দাঙ্গাবাজদের হাতে মানুষ হত্যার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। মোদি গরিব মানুষ, পিছিয়ে পড়া, দলিত শ্রেণির মানুষদের চৌকিদার নন। তিনি হলেন ধনীদের চৌকিদার। আসাদুদ্দিন ওয়েইসি বলেন, দেশ অনেক বড়। মোদি অনেক ছোট। আমাদের সংবিধান অনেক বড়। মোদি তার তুলনায় অনেক ছোট। সবার সংস্কৃতি অনেক বড়। দ্য স্টেটসম্যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়াইসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ