Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আখাউড়ায় ৪ দিন আমদানি-রফতানি বন্ধ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৯, ২:৪৮ পিএম | আপডেট : ২:৪৯ পিএম, ১১ এপ্রিল, ২০১৯

ভারতের লোকসভা নির্বাচন এবং বৈশাখী উৎসব ও সাপ্তাহিক ছুটির কারণে আখাউড়া-আগরতলা স্থলবন্দর সীমান্ত পথে বৃহস্পতিবার থেকে টানা চার দিন বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে।

তবে এ সময় আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

এদিকে সরকারি ছুটির দিন ছাড়া আখাউড়া স্থল শুল্ক স্টেশন ও বন্দরের কার্যক্রম খোলা থাকবে বলে জানিয়েছে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ।

জানা গেছে, বৃহস্পতিবার ভারতের লোকসভা নির্বাচনে ভোট শুরু হয়েছে। পর দিন শুক্রবার স্থলবন্দরের বাণিজ্য কার্যক্রম সাপ্তাহিক বন্ধ। শনিবার বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম যথারীতি খোলা থাকলেও ১৪ ও ১৫ এপ্রিল বৈশাখী উৎসব উপলক্ষে ফের বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমদানি-রফতানি

১৬ এপ্রিল, ২০২১
১৯ মার্চ, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ