Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

নিজেদের তৈরি স্পেস শাটল উৎক্ষেপণ ভারতের

প্রকাশের সময় : ২৪ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মহাকাশ গবেষণায় আরেক ধাপ এগিয়ে গেল ভারত। সফলতার সঙ্গে প্রথমবারের মতো ভারতে তৈরি স্পেস শাটল মহাকাশে স্থাপন করল ভারতের মহাকাশ বিদ্যা গবেষণা সংস্থা। এটা মহাকাশ বিজ্ঞানে ভারতের একটা বড় সাফল্য  হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। স্থানীয় গণমাধ্যমের খবরে বলায় গতকাল সোমবার সকাল ৭টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয় প্রথম ভারতে তৈরি স্পেস শাটল জবঁংধনষব খধঁহপয ঠবযরপষব (জখঠ)। খবরে আরো বলা হয়, ৬.৫ মিটার লম্বা ও ১.৭৫ টন ওজনের এই স্পেস শাটল উৎক্ষেপণের ২০ মিনিট পর সতীশ ধবন স্পেস সেন্টার থেকে ঘোষণা করা হয় ভারতের এই উৎক্ষেপণ সফল হয়েছে। জব-টংধনষব জড়পশবঃ-এর উন্নতির ক্ষেত্রে এবং মহাকাশে ভারতের স্যাটেলাইট পাঠানোর খরচ কমাতে এই স্পেস শাটল উৎক্ষেপণ দেশের মহাকাশ বিজ্ঞানীদের প্রাথমিক ধাপ। মূল শাটল আনতে আরো ১০ থেকে ১৫ বছর লাগবে বলে জানিয়েছে ভারতের মহাকাশ বিজ্ঞানীরা। এই জবঁংধনষব খধঁহপয ঠবযরপষব (জখঠ) প্রাথমিকভাবে তৈরিতে খরচ হয়েছে ৯৫ কোটি টাকা। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিজেদের তৈরি স্পেস শাটল উৎক্ষেপণ ভারতের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ