Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মিয়ানমারে বিনিয়োগকারী গ্রুপ-শেভরন সমঝোতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

একটি চুক্তির আওতায় একটি বিনিয়োগকারী গ্রুপের সাথে শেভরন করপোরেশন মিয়ানমারের মানবাধিকারের প্রতি নজর রাখার ব্যাপারে সমঝোতায় পৌঁছছে। এই চুক্তির আওতায় মার্কিন তেল কোম্পানিটি মিয়ানমারে কাজ করার সময় সহিংসতার বিষয়গুলোর দিকে আরো বেশি গুরুত্ব দেবে। কোম্পানির এক নির্বাহীর সই করা চিঠিতে বলা হয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যের সামাজিক বিনিয়োগ পর্যালোচনা করা, রোহিঙ্গা উদ্বাস্তুদের জন্য মানবিক সংস্থাগুলোকে দান করা, মানবতার বিরুদ্ধে অপরাধের ঝুঁকির মধ্যে কাজ করতে থাকা কোম্পানিগুলোকে সহায়তার জন্য পদক্ষেপ গ্রহণ করবে শেভরন। রয়টার্সের হাতে আসা চুক্তির একটি কপিতে বলা হয়েছে, গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধে জড়িত সরকারের সাথে শেভরন কাজ করছে মর্মে অ্যাক্টিভিস্ট বিনিয়োগকারী আজাদ অ্যাসেট ম্যানেজমেন্ট যে আপত্তি উত্থাপন করেছিল, সমাঝোতার পর তা তারা প্রত্যাহার করে নিতে সম্মত হয়েছে। শেভরনের পরিচালনা কর্মকর্তা (তিনিই ওই চিঠিতে সই করেছিলেন) ম্যারি ফ্রান্সিস বলেন, মানবাধিকারবিষয়ক ইস্যুতে আজাদের গঠনমূলক সম্পৃক্ততার প্রশংসা করছি আমরা। শেয়ারহোল্ডারদের আগের সভায় একই ধরনের প্রস্তাবের বিরোধিতা করেছিল কোম্পানিটি। গত বছর এই প্রস্তাবটি মাত্র ৭ ভাগ সমর্থন পেয়েছিল। ভার্জিনিয়াভিত্তিক আজাদের বিনিয়োগ যোগাযোগ পরিচালক যশুয়া ব্রকওয়েল বলেন, কয়েক বছর সংলাপের ফলে ইতিবাচক পদক্ষেপের প্রতিফলন ঘটেছে এই চুক্তিতে। উল্লেখ্য আজাদ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটির ভাষ্য অনুযায়ী, তারা বিশ্বাসভিত্তিক সামাজিক দায়-দায়িত্বশীল বিনিয়োগ প্রতিষ্ঠান। তারা হালাল বিনিয়োগে নিয়োজিত। রাখাইন রাজ্যটি ২০১৭ সালে আন্তর্জাতিক মিডিয়ার নজরে আসে। ওই সময় শুদ্ধি অভিযানে মিয়ানমার সেনাবাহিনী সাত লাখ ৩০ হাজার রোহিঙ্গা মুসলিমকে বিতাড়িত করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। যুক্তরাষ্ট্র ও জাতিসঙ্ঘ কর্মকর্তারা ওই অভিযানকে গণহত্যার সাথে তুলনা করেছেন। এদিকে অতি সম্প্রতি মিয়ানমার সামরিক বাহিনী আরেকটি বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। গ্রুপটি প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী জাতিগত রাখাইন জনসাধারণ থেকে লোক ভর্তি করছে। তারা পশ্চিমাঞ্চলীয় রাজ্যটির জন্য অধিকতর স্বায়াত্তশাসন চাচ্ছে। দ্বিতীয় বৃহত্তম যুক্তরাষ্ট্রভিত্তিক তেল উৎপাদনকারী শেভরন মিয়ানমারে সাথে ব্যবসা করছে। তারা প্রাকৃতিক গ্যাস উৎপাদন ও পাইপলাইন কোম্পানি পরিচালনার সাথে জড়িত রয়েছে। সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ