Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

থাইল্যান্ডে ডরমেটরিতে আগুন, ১৭ শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের সময় : ২৪ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় একটি স্কুলের ডরমেটরিতে আগুন লেগে অন্ততপক্ষে ১৭ জন মেয়ে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিবিসি বলছে, গত রোববার সন্ধ্যায় আগুন লাগার ঘটনাটি যখন ঘটে তখন পাঁচ থেকে ১৩ বছর বয়সী অনেক বালিকা-শিশু ঘুমিয়ে পড়েছিল। আগুন লাগার সময় ডরমিটরিতে ৩৮ জন শিক্ষার্থী ছিল। এ ঘটনার পর দুই শিক্ষার্থী নিখোঁজ ও পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে। পুলিশের কর্নেল প্রায়াদ সিঙ্গসিন বলেন, আগুন লাগার এই ঘটনার তদন্ত চলছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, চাইয়ঙ্গ রেই-এ দুইতলা ওই ভবনটিতে লাগা আগুন দমকলকর্মীরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। চাইয়ঙ্গ রেই-এর ডেপুটি গভর্নর আরকম সুকাপান জানান, কিছু শিক্ষার্থী তখনও জেগে ছিল। এ কারণে তারা সেখান থেকে বের হতে সক্ষম হয়। তিনি আরো বলেন, কিন্তু অন্যরা ঘুমিয়ে থাকায় বের হতে পারেনি। এ কারণেই উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে। দেশটির বিভিন্ন জাতীয় সংবাদপত্র জানিয়েছে, শিক্ষার্থীদের লাশ শনাক্ত করার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে তল্লাশি চলছে। বেসরকারি এই স্কুল ও ডরমেটরিতে আসা শিক্ষার্থীদের অধিকাংশই সেখানকার পাহাড়ি অঞ্চলের বিভিন্ন নৃতাত্ত্বিক সম্প্রদায়ের। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: থাইল্যান্ডে ডরমেটরিতে আগুন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ