Inqilab Logo

ঢাকা, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৮ ফাল্গুন ১৪২৬, ২৬ জামাদিউস সানি ১৪৪১ হিজরী

বৈশাখী অনুষ্ঠানে পাবনা মাতিয়ে গেলেন ফোক আইকন মমতাজ

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৯, ৩:০০ পিএম

পাবনায় উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে বাংলা নববর্ষ বরণ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। প্রতি বছরের মতো এবারও ‘ হৃদয় নাচে বৈশাখী সাজে’ রুচি বৈশাখী উৎসবে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের মাঠ মাতিয়ে গেলেন ফোক আইকন মমতাজ। এই উপলক্ষে সকাল ৮টায় বর্ণাঢ্য শোভা যাত্রা শুরু পাবনা নির্মাণাধীন স্বাধীনতা চত্বর থেকে। শোভা যাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা এডওয়ার্ড কলেজ মাঠে এসে শেষ হয়। রুচি বৈশাখী উৎসবরে উদ্বোধন করেন, অঞ্জন চৌধুরী পিন্টু, ব্যবস্থাপনা পরিচালক , স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লি: । মাঠে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। উৎসব-অনুষ্ঠানে নৃত্য পরিবশেন করেন, পূজা সেনগুপ্ত ও তার দল। অন্যান্যের মধ্যে সঙ্গীত পরিবশেন করেন, ম্যাজিক বাউলিয়ানা’র কামরুজ্জামান, সিঁথি সাহা, ডিজে রাহাত, জয় শাহরিয়ার ও পারভেজ। অনুষ্ঠানটি মাছ রাঙা টেলিভিশন জাতীয় এবং ভিশন স্থানীয় পর্যায়ে সরাসরি সম্প্রচার করে। পহেলা বৈশাখ উপলক্ষে পাবনা জেলা প্রশাসন, আইনজীবী সমিতি, পাবনা প্রেসক্লাব, ড্রামা সার্কেল, পাবনা থিয়েটার, গণ শিল্পী সংস্থা, উত্তরণ সাহিত্য গোষ্ঠিসহ বিভিন্ন সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন নিজস্ব আঙ্গিকে বর্ষ বরণ অনুষ্ঠান পালন করে। ব্যতিরেকেও লতিফ রিয়েল গ্রুপ, মাসপো, রানা গ্রুপ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বর্ষবরণ

২ জানুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ