Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

দেশের বিজ্ঞাপনে বিদেশি তারকাদের মডেলিং বন্ধ করা উচিত -ডিপজল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

আমাদের দেশে দেশি-বিদেশি কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যের বেশির ভাগ বিজ্ঞাপন নির্মাণের ক্ষেত্রে বিদেশি তারকাদের মডেল হিসেবে বেছে নেয়। এমনকি বিদেশে তৈরি বিজ্ঞাপনগুলো বাংলা ডাব করে প্রচার করা হচ্ছে। এসব বিজ্ঞাপন প্রচার বন্ধের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্রে মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল। তিনি বলেন, আমাদের দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে বিদেশি মডেলদের বিজ্ঞাপন ব্যাপক হারে প্রচার হচ্ছে। বিদেশি তারকাদের দিয়ে এসব বিজ্ঞাপন প্রচার করায় এটাই মনে হচ্ছে, আমাদের দেশে যেন কোনো তারকা নেই। অথচ আমাদের দেশে প্রতিভাবান অনেক তারকা ও মডেল রয়েছেন। নতুন যেসব শিল্পী কাজ করছে, তাদেরও মেধার কমতি নেই। তারপরও যখন দেখি, আমাদের দেশের পণ্যের মডেল করা হচ্ছে বিদেশি তারকাদের দিয়ে, তখন খুব কষ্ট লাগে। অসম্মান বোধ করি। এটা আমাদের সংস্কৃতি অঙ্গণকে খাটো করার শামিল। আমি মনে করি, বিদেশিদের দিয়ে করা এসব বিজ্ঞাপন অবিলম্বে বন্ধ করা উচিত। যেসব দেশি-বিদেশি কর্পোরেট প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদের উচিত আমাদের দেশীয় শিল্পীদের দিয়ে তাদের পণ্যের বিজ্ঞাপন নির্মাণ করা। এতে দেশের টাকা দেশেই থেকে যাবে। আমাদের শিল্পীরা বিশ্বব্যাপী পরিচিত হতে পারবে। আমি মনে করি, দেশে তারকা তৈরি করতে তাদের ভূমিকা নেয়া দরকার। তারাই পারে নতুন প্রতিভাবান তরুণ-তরুণীদের দিয়ে বিজ্ঞাপন তৈরি করে তারকা বানাতে। এখন বিজ্ঞাপন তারকা তৈরির অন্যতম একটি মাধ্যমে পরিণত হয়েছে। নাটক বা চলচ্চিত্রের মাধ্যমে একজন তারকা তৈরি হতে যত সময় লাগে, একটি বিজ্ঞাপন দিয়ে তার চেয়ে অনেক দ্রূত তারকা তৈরি করা সম্ভব। এমন অসংখ্য উদাহরণ আমাদের দেশে রয়েছে। কাজেই আমাদের দেশে তারকা তৈরি, দেশের টাকা দেশে রাখা এবং দেশের সংস্কৃতির বিকাশে এসব কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে। সম্প্রতি বিদেশি চ্যানেলে দেশের বিজ্ঞাপন প্রচার বন্ধে সরকার আইন অনুযায়ী যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়ে ডিপজল বলেন, সরকারের এ সিদ্ধান্ত সময়োপযোগী। কারণ এসব দেশি বিজ্ঞাপন বিদেশি চ্যানেলে প্রচারের মাধ্যমে আমাদের দেশ থেকে শত শত কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। আমি সরকারের এ সিদ্ধান্তকে অভিনন্দন জানাই। বিদেশে প্রচার করা এসব বিজ্ঞাপন আমাদের দেশের চ্যানেলগুলোতে প্রচার হলে আমাদের মিডিয়া অনেক শক্তিশালী হবে। অনুষ্ঠানের মানও ভাল হবে। টিভি চ্যানেলগুলোর উচিত হবে তাদের চ্যানেলের অনুষ্ঠানগুলোর মান ভাল করে দেশের বিজ্ঞাপন দেশে ধরে রাখা। চ্যানেলগুলোর একটা-দুইটা অনুষ্ঠান জনপ্রিয় হলে তখন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোরও তাদের বিজ্ঞাপন বিদেশি চ্যানেলে প্রচারের প্রয়োজন হবে না। মোট কথা, কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর যেমন উচিত আমাদের দেশের তারকাদের নিয়ে বিজ্ঞাপন নির্মাণ করা, তেমনি চ্যানেলগুলোরও উচিত তাদের অনুষ্ঠানের মান ভাল করে উপস্থাপন করা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ