Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সেলিম ওসমানের বিচার দাবি হিন্দু তফসিল জাতি ফেডারেশনের

প্রকাশের সময় : ২৪ মে, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশে হিন্দু তফসিল জাতি ফেডারেশনের সভাপতি প্রকাশ দাস চৌধুরী এক বিবৃতিতে বলেন, নারায়ণগঞ্জের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে যে নির্যাতন করলেন এজন্য সেলিম ওসমান এমপিকে অতিসত্বর আইনের আওতায় এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন। এই দেশে একজন হিন্দুর কয়টা মাথা যে পবিত্র ইসলাম ধর্মের বিরুদ্ধে কটূক্তি করে কথা বলবে। এগুলো সম্পূর্ণ পূর্বপরিকল্পিত। তাকে দিয়ে নিয়মের বহির্ভূত কাজ করাতে চেয়েছিল, রাজি না হওয়ায় পবিত্র ইসলাম সম্পর্কে কটূক্তি করেছে বলে সাজানো বক্তব্য দিয়ে তাকে কান ধরে উঠবস করানো হয়। তাকে মারধরও করে। এই সমস্ত কারণে হিন্দুরা দেশ ত্যাগ করছে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ ধর্মের সেবায়েত, পুরোহিতদের হত্যা করা হচ্ছে। কিছু নামধারী আওয়ামী লীগ নেতা বিভিন্ন কৌশলে বিভিন্ন জায়গায় হিন্দুদের সম্পত্তি দখল করছে এবং দেবোত্তর সম্পত্তিও রক্ষা পাচ্ছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেলিম ওসমানের বিচার দাবি হিন্দু তফসিল জাতি ফেডারেশনের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ