Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নির্মাণ শ্রমিকদের বাসস্থানের জন্য অর্থ বরাদ্দের দাবি

প্রকাশের সময় : ২৪ মে, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) আগামী বাজেটে নির্মাণ শ্রমিকদের বাসস্থানের সুবিধা দেয়ার জন্য অর্থ বরাদ্দ রাখার দাবি জানিয়েছে। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানায় ইনসাব। বক্তারা বলেন, নির্মাণ শিল্পের পেশায় বর্তমানে প্রায় ৩০ লাখ নির্মাণ শ্রমিক কর্মরত। এ শিল্পে প্রবৃদ্ধির হার ১৬ থেকে ১৮ শতাংশ। জীবনের ঝুঁকি নিয়ে এ খাতের শ্রমিকরা বিশাল অট্টালিকা তৈরি করেন। কিন্তু নির্মাণ শ্রমিকদের বসবাসের জন্য কোনো বাসস্থান নেই। এ খাতের শ্রমিকদের জন্য বাসস্থান, ভালো মজুরি, রেশনিং ব্যবস্থা চালু, শ্রম আইন বাস্তবায়ন করে শ্রমিকদের সুযোগ-সুবিধা এবং বিদেশে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা প্রয়োজন। শ্রমিকরাই উৎপাদনের হাতিয়ার। তাই এদেরকে বাদ দিয়ে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। এ পরিপ্রেক্ষিতে আগামী অর্থবছরের বাজেটে নির্মাণ শ্রমিকদের জন্য পৃথক বরাদ্দ রাখার দাবি ইনসাবের। বক্তারা বলেন, নির্মাণ শ্রমিকদের জন্য সরকারি উদ্যোগে রাজধানী ঢাকাসহ সারা দেশে জেলা ও উপজেলায় নির্মাণ কলোনি স্থাপন করে সুলভ মূল্যে নির্মাণ শ্রমিকদের মাঝে বণ্টন করতে হবে। নির্মাণ শ্রমিকদের ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য স্কুল এবং চিকিৎসা কেন্দ্র তৈরি করতে হবে। ইনসাবের কার্যকরী সদস্য মো. সুলতান আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, ইনসাবের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন, অর্থ সম্পাদক মো. রেজাউর রহমান রেজা, দপ্তর সম্পাদক মো. আজিজুর রহমান আজিজ প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্মাণ শ্রমিকদের বাসস্থানের জন্য অর্থ বরাদ্দের দাবি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ