Inqilab Logo

ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯, ০৭ কার্তিক ১৪২৬, ২৩ সফর ১৪৪১ হিজরী

সাভার প্রেসক্লাবের সহ-সভাপতি সৌমিত্র মানব আর নেই

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৯, ৫:৫৭ পিএম

সাভার প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক জনকন্ঠের নিজস্ব প্রতিবেদক সৌমিত্র মানব আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬। প্রায় ২ মাস ধরে ক্যান্সার আক্রান্ত হয়ে ভারতের মোম্বাই এবং দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

সর্বশেষ তিনি এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের আইসিইউ’তে লাইফ সাপোর্টে ছিলেন। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি লিভার ক্যান্সার, সিভাইরাসসহ একাধিক রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে সৌমিত্র মানব স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন।
সাংবাদিক সৌমিত্র মানব-এর অকাল মৃত্যুতে সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিব এবং সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য গভীর শোক প্রকাশ করেছেন। তার মৃতের শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

সৌমিত্র মানব-এর বাবা প্রয়াত গদাধর সাহা। তার বড় ভাই সাভার বিশ্ববিদ্যালয় কলেজের প্রায়াত অধ্যাপক সম্ভু মানব।
বুধবার সকালে সাংবাদিক সৌমিত্র মানবের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ সাভার প্রেসক্লাব প্রাঙ্গনে আনা হয়। সেখানে সর্বস্থরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্তেকাল

২৯ সেপ্টেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ