ফাইজার-অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুুঁশিয়ারি ইতালির

চুক্তি অনুযায়ী করোনাভাইরাসের টিকা সরবরাহে বিলম্বের কারণে করোনার টিকা প্রস্তুতকারী ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে আইনি
ইন্দোনেশিয়ায় সাধারণ নির্বাচনে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বেলা ১টায়। এদিন ১৭ হাজারেরও অধিক দ্বীপের দেশ ইন্দোনেশিয়ার ভোটাররা দেশটির নতুন প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের জন্য ভোট দেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড। ডয়চে ভেলে জানিয়েছে, ইন্দোনেশিয়ার এবারের নির্বাচনে রাজনৈতিক ইসলাম গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, ভোটারদের বড় অংশ তরুণরাই এখন রক্ষণশীল ইসলামের সমর্থক। দুনিয়ার বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ার জনসংখ্যা ২৬ কোটিরও বেশি। মোট ভোটার সংখ্যা ১৯ কোটি ২০ লাখ। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।