Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঋণ না পাওয়ায় বন্ধ ভারতের জেট এয়ারওয়েজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৯, ৩:২৮ পিএম

ভারতের অন্যতম বেসরকারি ও দ্বিতীয় বৃহত্তম এয়ারলাইন জেট এয়ারওয়েজের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব ফ্লাইট সাময়িকভাবে বাতিল করা হয়েছে। ভারতের বেসরকারি ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়া থেকে ৪০০ কোটি রুপি জরুরি নগদ সহায়তা না পাওয়ায় ও জ্বালানি ও অন্যান্য জরুরি পরিসেবার বিল পরিশোধ করতে না পারায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের। বর্তমানে সংস্থাটির দেনার পরিমাণ ৮ হাজার কোটি রুপি।
বিবিসি ও এনডিটিভির খবরে বলা হয়েছে, সংস্থার দৈনন্দিন খরচ চালাতে ঋণদাতাদের কাছে ঋণ চেয়েছিল জেট ওয়ারওয়েজ। মঙ্গলবার সেই আবেদন খারিজ হয়ে যায়। ফলে তাদের সকল কার্যক্রম স্থগিত করে সংস্থাটি।
বুধবার রাত ১০টা ২০ মিনিটে ভারতের অমৃতসার থেকে মুম্বাইয়ে জেট এয়ারওয়েজের শেষ ফ্লাইট (৯ডব্লিউ-২৫০২) পরিচালনা করা হয়। ভারতের বেসরকারি বিমান সংস্থার মধ্যে জেট এয়ার সবচেয়ে পুরোনো। ১৯৯৩ সালে যাত্রা শুরু করে জেট এয়ার। ১২৩টি বিমান নিয়ে জেট এয়ার ছিল ভারতের বৃহত্তম বেসরকারি বিমানসংস্থা। তবে বন্ধ হওয়ার আগে এদের মাত্র পাঁচটি বিমান চলছিল।
বেসরকারি এই বিমানসংস্থাটির প্রায় ২৩ হাজার কর্মী ছিল। অভ্যন্তরীণ ৬০০ এবং ৩৮০টি আন্তর্জাতিক রুটে বিমান পরিচালনা করত জেট এয়ার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ