Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্ত্রীর কাছে যৌতুক দাবি ঝালকাঠিতে স্বামীর কারাদণ্ড

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৯, ৫:২৯ পিএম

ঝালকাঠিতে স্ত্রীর কাছে দুইলাখ টাকা যৌতুক দাবির মামলায় স্বামী নয়ন মীরের এক বছর দুইমাসের কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, পরিশোধ না করলে আরো এক মাসের কারাদ- দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক বেগম রুবাইয়া আমেনা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত নয়ন নলছিটি উপজেলার কুশঙ্গল গ্রামের নাসির মীরের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, কুশঙ্গল গ্রামের বাড়িতে স্ত্রী জাকিয়া বেগমের কাছে যৌতুকের দুইলাখ টাকা দাবি করেন স্বামী নয়ন মীর। টাকা না দেওয়ায় বিভিন্ন সময় তাকে শারীরিক নির্যাতন করা হয়। এ ঘটনায় ২০১৬ সালের ২৪ জুলাই ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে স্বামীর বিরুদ্ধে যৌতুক আইনে একটি মামলা দায়ের করেন স্ত্রী জাকিয়া বেগম। আদালত চারজন সাক্ষির সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ