Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

পম্পেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন : লরেন্স

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক শীর্ষস্থানীয় কর্মকর্তা লরেন্স উইলকারস। তিনি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধের বিষয়ে কংগ্রেসের পক্ষ থেকে কোনো সম্মতি না পেলেও মাইক পম্পেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ বিষয়ে প্রস্তুতি গ্রহণের পরামর্শ দিয়েছেন। এ ক্ষেত্রে মাইক ইরানের বিরুদ্ধে ৯/১১-এ ইরানের সম্পৃক্তার অভিযোগ আনার পরামর্শ দেয়া হয়েছে, বলেন উইলকারস। খবর যুক্তরাষ্ট্রের দ্য রিয়েল নিউজ টিভি নেটওয়ার্কের। লরেন্স উইলকারস সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডবিøউ বুশের আমলে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলের চিফ অব স্টাফের দায়িত্ব পালন করেছেন। রিয়াল নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ২০০৩ সালে ইরাকে আগ্রাসন চালানোর আগে যুক্তরাষ্ট্র যে তৎপরতা দেখিয়েছিল, এখনও ওই একই রকমের তৎপরতা চালানো হচ্ছে। ইরান সন্ত্রাসের প্রতি সমর্থন জোগায় বলে ট্রাম্প সরকার যে দাবি করেছে, তার জবাবে তিনি বলেন, বিশ্বে রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসের সবচেয়ে বড় দেশটি হলো সউদী আরব এবং তারা আমাদের বন্ধু। তিনি বলেন, আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের মতো যুদ্ধবাজ ব্যক্তিরা এ সুযোগ পুরোপুরি গ্রহণের চেজষ্টা করছে। মার্কিন স্বার্থ এবং নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করবে এমনই এক পথ ধরে ওয়াশিংটন এগিয়ে চলেছে বলে দাবি করেন তিনি। রিয়াল নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পম্পেও


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ