Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

নুসরাত জাহান রাফির হত্যকারীদের শাস্তির দাবীতে নওগাঁয় মানব বন্ধন কর্মসুচী পালিত

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৯, ৯:১৩ পিএম

ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রে আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফির শ্লীলতাহানী, অগ্নিসংযোগ করে হত্যাকারীদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবীতে নওগাঁয় মানব বন্ধন ও গন স্বাক্ষর কর্মসৃচি পালন করে জেলা মানবাধিকার কমিশনসহ কয়েকটি সংগঠনের সদস্যরা। শুক্রবার সকালে শহরের সরিষা হাটির মোড়ে প্রধান সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন কর্মসুচী পালন করে। সংগঠনের সভাপতি এ্যাডঃ সরদার সালাহ উদ্দীন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধন চলাকালে সংগঠনের সাধারন সম্পাদক চন্দন কুমার দেব, সহ-সভাপতি আতাউর রহমান খোকা, বাসদের সমন্বয়ক জয়নুল আবেদীন মুকুল, মানবাধিকার কর্মী ও পৌর কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস মুন্নী, মানবাধিকার সংরক্ষন পরিষদের সভাপতি আবুল কালাম আজাদসহ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা রাফির হত্যকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানান। পরে গন স্বাক্ষর কর্মসুচী ও রাফির ধর্ষকের কুশপুত্তলিকা দাহ করে। মানব বন্ধনে মানবাধিকার কমিশন, মানবাধিকার সংরক্ষন পরিষদ, মানবাধিকার নাট্য পরিষদ, তেতুলিয়া এমসি কলেজ প্রমুখ অংশ নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ