Inqilab Logo

ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০, ২৭ চৈত্র ১৪২৬, ১৫ শাবান ১৪৪১ হিজরী

প্রশ্ন : রোজাদারের মুখে রোজা রাখার ফলে এক প্রকার কটুগন্ধের সৃষ্টি হয়। ইসলামী শরীয়তে এর মূল্য কতটুকু?

আশরাফ আলী
টিকাটুলী, ঢাকা।

প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৯, ১২:১৩ এএম

উত্তর : রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘আর নিশ্চয়ই জেনে রেখো, রোজাদারের মুখের গন্ধ আল্লাহপাকের নিকট মিশকের সুগন্ধি হতেও অনেক উত্তম।’ এতে প্রতীয়মান হয় যে, রোজাদারের মুখের শুষ্ক গন্ধ কারো পক্ষে দুঃসহ ও ঘৃণ্য হলেও আল্লাহপাকের নিকট তার মূল্য অপরিসীম। কেননা, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রোজা পালনের ফলেই এই গন্ধের অবতারণা ঘটে থাকে। 


প্রমাণপঞ্জি : সহীহ বুখারী ও সহীহ মুসলিম : কিতাবুস সাওম।
উত্তর দিয়েছেন : মুমতাজুল ফুকাহা এ কে এম ফজলুর রহমান মুনশী

ইসলামিক প্রশ্নোত্তর বিভাগে প্রশ্ন পাঠানোর ঠিকানা
inqilabqna@gmail.com 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রশ্ন :

৩ জানুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন

প্রশ্ন : সরকার প্রথমে ১০/১২ দিনের জন্য সবকিছু বন্ধ করে দিল। পরে আবার বাড়িয়েছে। শোনা যাচ্ছে, আরও বাড়তে পারে। যে কারণে সবকিছু বন্ধ করে দেওয়া হলো, আমরা কি তা মানছি? কেউ কেউ বলছেন, যদি করোনা বাংলাদেশে মহামারী রূপ ধারণ করতো, তাহলে এতদিনে তা স্পষ্ট হয়ে যেত। এসব বলে বলে তারা কেউ কেউ বলতে চাচ্ছে, হুজুররা শুধু শুধু মসজিদে যাওয়া থেকে মুসল্লীদের বারণ করছে, সরকার অকারণেই সবকিছু বন্ধ করে দিয়েছে। আসলে কি হচ্ছে? কি হতে পারে? আর আমাদের কি করণীয় বলবেন?

উত্তর : বাংলাদেশ এখনো শঙ্কামুক্ত নয়, আল্লাহ না করুন আগামী ২০/২৫ দিন পরেও কোভিড১৯ মহামারী রূপ নিতে পারে। ইতালিতে প্রথম করোনা রোগী শনাক্ত হবার ৪৫

এ বিভাগের অন্যান্য সংবাদ