Inqilab Logo

ঢাকা, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১ আশ্বিন ১৪২৬, ১৬ মুহাররম ১৪৪১ হিজরী।

প্রথম দিনের রেকর্ড ধরে রাখতে ব্যর্থ ‘কলঙ্ক’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৯, ৪:৩২ পিএম

মুক্তির দিন বক্স অফিসে নাড়া দিয়েছিল ‘কলঙ্ক’। চলতি বছরে মুক্তি পাওয়া বলিউড ছবির মধ্যে প্রথম দিনে সর্বোচ্চ আয় করা সিনেমা হয় এটি। কিন্তু দ্বিতীয় দিনেই পতন হয়। নেমে আসে প্রায় অর্ধেকে। তবে শুক্রবার বাড়ে আয়। আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান অভিনীত ‘কলঙ্ক’ তৃতীয় দিনে সংগ্রহ করেছে সাড়ে ১১ থেকে ১২ কোটি রুপির মতো।

ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে জানিয়েছে, গত ১৭ এপ্রিল মুক্তি পায় অভিষেক বর্মণ পরিচালিত ‘কলঙ্ক’। এর প্রধান চরিত্রে রয়েছেন আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সোনাক্ষি সিনহা, সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত ও আদিত্য রায় কাপুর।

ভারতের বক্স অফিস সূত্রমতে, তিন দিনে এ ছবির মোট আয় প্রায় ৪৩ কোটি রুপি। প্রতিবেদন জানাচ্ছে, শহরে বিশেষ করে মুম্বাই, অন্ধপ্রদেশ ও মিসৌর এলাকায় কলঙ্ক ভালো আয় করছে। তবে পূর্ব পাঞ্জাবসহ হিন্দি ভাষাপ্রধান অঞ্চলে এই ছবির পারফরম্যান্স ভালো নয়।
মুক্তির দিনে ‘কলঙ্ক’ আয় করে ২১.৬ কোটি রুপি, ২০১৯ সালে মুক্তির দিনে এটিই কোনো সিনেমার সর্বোচ্চ সংগ্রহ। এর আগে অক্ষয় কুমার অভিনীত ‘কেসারি’ প্রথম দিন আয় করেছিল ২১ কোটি রুপি। আর আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত ‘গাল্লি বয়’ মুক্তির দিনে ভারতের বক্স অফিসে আয় করে ১৯.৪১ কোটি রুপি।
বাণিজ্য বিশ্লেষকেরা বলছেন, সপ্তাহান্তে ‘কলঙ্ক’ শতকোটির ক্লাবে পৌঁছাতে পারে।

করণ জোহর প্রযোজিত ‘কলঙ্ক’ ১৯৪০ সালের ঐতিহাসিক কাহিনী অবলম্বনে নির্মিত। পরিবার, আবেগ আর প্রেমের নানা গল্পই বর্ণিত হয়েছে এ ছবিতে।
রেকর্ড সমূহ:
* চলতি বছরে একদিনে সর্বোচ্চ আয় করা ছবি ‘কলঙ্ক’।
* ‘দিলওয়ালে’র পর এখন পর্যন্ত বরুণ ধাওয়ানের সর্বোচ্চ বক্স অফিস ওপেনার ‘কলঙ্ক’।
* ‘গাল্লি বয়’কে টপকে আলিয়া ভাটের সর্বোচ্চ বক্স অফিস ওপেনার ‘কলঙ্ক’।
* বরুণ-আলিয়া জুটি সর্বোচ্চ বক্স অফিস ওপেনার ‘কলঙ্ক’। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

৮ সেপ্টেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ