Inqilab Logo

ঢাকা, সোমবার ২০ মে ২০১৯, ০৬ জ্যৈষ্ঠ ১৪২৬, ১৪ রমজান ১৪৪০ হিজরী।
শিরোনাম

মঞ্চে উঠে কংগ্রেস নেতাকে থাপ্পড় মারলেন যুবক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৯, ৫:০৫ পিএম

ভরা সভায় কংগ্রেস নেতার ওপর হামলা চালিয়েছে এক যুবক। মঞ্চে উঠে হার্দিক প্যাটেল নামের কংগ্রেস নেতাকে থাপ্পড় মারেন ওই যুবক। শুক্রবার সকালে এই ঘটনা ঘটেছে। খবর এএনআই’র।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, গুজরাটের সুরেন্দ্রনগর জেলায় কংগ্রেস আয়োজন করেছিল ‘জন আক্রোশ সভা’। মঞ্চে বক্তব্য রাখছিলেন কংগ্রেস নেতা হার্দিক প্যাটেল। সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাত সাদা পাজামা পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তি উঠে এসে থাপ্পড় মারেন হার্দিককে।

ইতিমধ্যে ওই ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ।

সুরেন্দ্রনগরের এসপি মহেন্দ্র বাগাদিয়া বলেন, আমরা এ ঘটনার তদন্ত করছি, কেন ওই ব্যক্তি এমন ঘটনা ঘটালো।

এর আগে গত বৃহস্পতিবার দিল্লিতে বিজেপি সাংসদকে লক্ষ করে জুতো ছোঁড়া হয়।

ভারতে লোকসভা নির্বাচনে আরো পাঁচ দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম দফার ভোট রয়েছে যথাক্রমে ২৩ এপ্রিল, ২৯ এপ্রিল, ৬ মে, ১২ মে ও ১৯ মে। এরপর ২৩ মে ফলাফল ঘোষণা করা হবে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন