Inqilab Logo

ঢাকা, শনিবার ২৫ মে ২০১৯, ১১ জ্যৈষ্ঠ ১৪২৬, ১৯ রমজান ১৪৪০ হিজরী।

ফেয়ারনেস ক্রিমের ২ কোটি রুপির অফার ফিরিয়ে দিলেন মালয়ালম অভিনেত্রী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৯, ১১:৪৩ এএম

ফর্সা না হল কপালে তো নানা দুর্ভোগ! পাত্রী পড়াশোনায় তুখোড় হলেও বিয়ে হবে না, ফর্সা না হলে যৌতুক দিতে হবে বেশি। এমনকি এই দুষ্ট বলয়ে পুরুষদেরও মাথা রাখা হয়েছে সযত্নে। ফর্সা হওয়ার ক্রিম, ফর্সা হওয়ার নানা ক্রিম ও প্রসাধনী মাখলেই আপনি হয়ে উঠবেন অনন্য বা অনন্যা এ কথা প্রচার করতে সবথেকে বেশি দেখা যায় চলচ্চিত্র তারকাদেরই। কিন্তু গড্ডালিকা প্রবাহের বাইরেও রয়েছে অনেকে। সম্প্রতি মালয়ালম অভিনেত্রী সাই পল্লবী ২ কোটি রুপির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন হেলায়, কারণ? ফর্সা হওয়ার পণ্যের প্রচার করবেন না তিনি! সূত্রের খবর, দক্ষিণি এই অভিনেত্রী সাই পল্লবী পরিষ্কারভাবেই ওই ফেয়ারনেস ক্রিম ব্র্যান্ডটিকে না বলে দিয়েছেন। ২ কোটি রুপির প্রস্তাব সামান্য সয় মোটেও। সাই পল্লবীর বিশেষত্বই হল তিনি যৎসামান্য মেকআপ করেন এবং তিনি যেমন দেখতে তেমন ভাবেই প্রকাশ্যেও আসেন। এই কারণে সাই পল্লবী সিনে প্রেমীদের মধ্যেও ভীষণই জনপ্রিয়। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ