Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাউজানে বসত ঘরে বিষধর সাপ!

রাউজান (চট্টগ্রাাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৯, ৭:৪৮ পিএম

চট্টগ্রামের রাউজানে একটি বসতঘর থেকে শতাধিক বিষধর সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। এসময় আরো দুটি পূর্ণ বয়স্ক সাপও উদ্ধার করা হয়। শনিবার (২০ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার ৯নং পাহাড়তলী ইউনিয়নের বদুপাড়া এলাকার মোঃ পারভেজ নামের এক ব্যক্তির নিজ শোবার ঘর থেকে বিষধর এসব সাপগুলো উদ্ধার করে এলাকাবাসী ও সাপুরে।
বাড়ির মালিক মোঃ পারভেজ বলেন, রাতে আমার শয়ন কক্ষে মেঝের উপর আলাদা করে দেওয়া প্লাস্টিকের কার্পেটের নিচে নড়াচড়া দেখতে পেলে কার্পেট উল্টিয়ে দেখি অনেকগুলো সাপের বাচ্ছা। এসময় ভয় পেয়ে চিৎকার করতে শুরু করলে বাড়ির লোকজন ও স্থানীয় লোকজন ছুটে আসেন। পরে নোয়াপাড়া এক সাপুরি'কে খবর দিয়ে এনে এসব সাঁপ তিনি উদ্ধার করে নিরাপদে নিয়ে যান।
এবিষয়ে চেয়ারম্যান রোকন উদ্দিন এসব গোখরো সাঁপ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, হয়তো শীতকালে এসব সাঁপ ঘরের কার্পেটের নিচে আশ্রয় নেয়।



 

Show all comments
  • MD:RUBEL KHAN ২২ এপ্রিল, ২০১৯, ১০:৩৬ এএম says : 0
    good
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ