Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯, ০৬ কার্তিক ১৪২৬, ২২ সফর ১৪৪১ হিজরী

ঐশ্বরিয়ার গোসলের ছবি শেয়ার করলেন আভিষেক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৯, ২:৪৭ পিএম

দেখতে দেখতে বিয়ের এক যুগ পার করলেন ঐশ্বরিয়া-অভিষেক জুটি। এই দীর্ঘ সময়টাতে বহুবার তাদের বিচ্ছেদের খবর প্রকাশ হয়েছে। প্রকাশ হয়েছে তাদের দাম্পত্যের অনেক নেতিবাচক কল্প-কাহিনি।
কিন্তু এখনো তারা একসঙ্গে বাস করছেন। একমাত্র মেয়ে আরাধ্যকে নিয়ে সুখেই দিনযাপন করেছেন ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন।
এরইমধ্যে দিন কয়েক আগে মেয়ে নিয়ে মুম্বাই ছেড়েছেন অ্যাশ-অভিষেক। উদ্দেশ্য গ্রীষ্মকালীন ছুটি কাটানো। এবারে তারা সপরিবারে মালদ্বীপ গিয়েছেন বলে জানা যায়।
কিন্তু শুধু ছুটি নয়। নিজেদের একটা স্পেশ্যাল দিনও মালদ্বীপে সেলিব্রেট করলেন এই তারকা দম্পতি। গত ২০ এপ্রিল বিবাহবার্ষিকী ছিল তাদের। ১২ বছরের দাম্পত্য জীবনকে সেলিব্রেট করতেই এ যাত্রা।
সেখানে তারা ঘুরে বেড়াচ্ছেন জলে ঘেরা দ্বীপটির নানা প্রান্ত। সেরে নিচ্ছেন সূর্যস্নানও। তেমনি কোনো এক বেলায় ঐশ্বরিয়ার গোসলের একটি ছবি গত ২০ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সট্রাগ্রামে শেয়ার করেছেন অভিষেক।
শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে পুলের জলে সময় কাটাচ্ছেন অ্যাশ। সঙ্গে রয়েছে আরাধ্যাও। অভিষেক ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আনন্দ…।’
তারও একদিন আগে শুক্রবার রাতে ঐশ্বরিয়ার আবেদনময়ী একটি ছবি পোস্ট করে তিনি দুষ্টুমি করে ক্যাপশন লিখেছেন, ‘হানি এন্ড দ্যা মুন....’
এদিকে অনুরাগ কাশ্যপের ছবি দিয়ে এই দুই তারকাকে একসঙ্গে দেখা যাবে বলে গেল বছর খবর চাউর হয়েছিলো। কিন্তু সেই সুযোগ এখনো হয়নি বলিউড ভক্তদের। বিভিন্ন কারণে নাকি সেই প্রজেক্ট বাতিল হয়ে গেছে।
সর্বশেষ ঐশ্বরিয়া কাজ করেছেন ‘ফ্যানি খান’ ছবিতে। অন্য দিকে ‘মনমর্জিয়া’ ছিল অভিষেক অভিনীত মুক্তিপ্রাপ্ত শেষ ছবি। আপাতত দুজনেই সিনেমার বাইরে সময় দিচ্ছেন পরিবারে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঐশ্বরিয়া
আরও পড়ুন