Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় সাবরেজিষ্ট্রি অফিসের কর্মচারি নিহত

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৯, ৩:২৩ পিএম

ঝিনাইদহ সদর উপজেলার আমেরচারা নামক স্থানে আজ রাতে এক সড়ক দুর্ঘটনায় শাহিনুর ইসলাম লিখন (৩২) নামে যুবক নিহত হয়েছেন। নারায়নগঞ্জ সাবরেজিষ্ট্রি অফিসের অফিস সহকারী লিখন সদর উপজেলার কাশিপুর গ্রামের স্কুল শিক্ষক মতলেবুর রহমানের ছেলে। এই নিয়ে গত ৭২ ঘন্টায় ঝিনাইদহ হরিণাকুন্ডু ও শৈলকুপা উপজেলায় ৪ জন নিহত হলো। লিখনের নিকটাত্মীয় আইফার রহমান জানান, রোববার রাতে লিখন গ্রামের বাড়ি কাশিপুর থেকে মটরসাইকেলযোগে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া যাচ্ছিলেন। তিনি ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কের সাগান্না আমেরচারা নামক স্থানে পৌছালে ঝড়ের কবলে পড়েন। এ সময় একটি বাইকেলের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তাকে উদ্ধার করে প্রথমে হলিধানী বাজারের আব্দুল বারী ক্লিনিকে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখান থেকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ শাহিন তাকে মৃত ঘোষনা করেন। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান সড়ক দুর্ঘটনায় লিকনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। এদিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছি এলাকায় ট্রাক চাপায় দবির উদ্দিন (৫০) নামের এক পেঁয়াজ ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার সকালে শৈলকুপা-কাতলাগাড়ি সড়কের সাতগাছি খাঁ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত দবির উদ্দিন ওই উপজেলার বেড়বাড়ি গ্রামের মুক্তিযোদ্ধা আলী হোসেনের ছেলে। এই নিয়ে গত ৭২ ঘন্টায় ঝিনাইদহে ৪ জন সড়ক দুর্ঘটনায় নিহত হলো। শনিবার রাতে হরিণাকুন্ডু উপজেলার ধুলিয়া গ্রামে নরুল হুদা (৪০) ও সকালে দুধসর গ্রামের বশির আলী সরদার (৫০) নামে দুই ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ