Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় পুরুষ কাবাডির চূড়ান্ত পর্ব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৯, ৮:৩২ পিএম

জাতীয় কাবাডি প্রতিযোগিতার (পুরুষ) চূড়ান্ত পর্ব ঢাকায় অনুষ্ঠিত হবে। এর আগে দেশের ৬৪টি জেলা আটটি অঞ্চলে ভাগ হয়ে খেলবে প্রতিযোগিতায়। প্রত্যেকটি অঞ্চলে আটটি করে জেলা খেলবে দু’টি গ্রুপে। ২৫ এপ্রিল থেকে শুরু হওয়া টুর্নামেন্টে লিগ ভিত্তিক খেলায় অংশ নেবে জেলাগুলো। প্রত্যেকটি অঞ্চলের চ্যাম্পিয়ন এবং সার্ভিসেস সাতটি দলসহ ১৫ দল খেলবে চুড়ান্ত পর্বে। চার দিনব্যাপী প্রতিযোগিতায় গোপালগঞ্জে মধুমতি অঞ্চল, পটুয়াখালীতে ধানসিড়ি, যশোরে রুপসা, পাবনায় পদ্মা, গাইবান্ধায় তিস্তা, মানিকগঞ্জে ব্রক্ষ্মপুত্র, চাদপুরে সুরমা এবং নোয়াখালীতে কর্ণফুলি অঞ্চলের খেলাগুলো অনুষ্ঠিত হবে। ২৫ থেকে ২৭ এপ্রিল মধুমতি, ধানসিড়ি, রুপসা, তিস্তা, ব্রক্ষ্মপুত্র, সুরমা ও কর্ণফুলি এবং ২৬ থেকে ২৮ এপ্রিল পদ্মা অঞ্চলের খেলা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাবাডি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ