Inqilab Logo

ঢাকা, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯, ২৯ আশ্বিন ১৪২৬, ১৪ সফর ১৪৪১ হিজরী

উপজেলা পরিষদে নির্বাচিতদের চাঁদপুরে শপথ গ্রহণ

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৯, ১:২৬ পিএম

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবুদল মান্নান।
এসময় চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার ১৩টি উপজেলার নবনির্বাচিত ৩৯ জনপ্রতিনিধি শপথ বাক্য পাঠ করেন।
এরমধ্যে চাঁদপুরের ৭, লক্ষ্মীপুরের ৫, এবং নোয়াখালী জেলার ১ উপজেলায় নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানবৃন্দ শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার পরিচালক দীপক চক্রবর্তী, চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবিরসহ প্রমুখ। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শপথ গ্রহণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ